সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জীবননগরে অটো রাইস মিলের বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৫১ পিএম, ২৪ জুলাই, ২০২২
ছবি: সংগৃহীত

অটো রাইস মিলে কাজ শেষে দুপুরে খেতে বাড়ি ফেরা হলো না ফয়সাল হোসেনের(২০)। রাইস মিলে কাজ করার সময় বয়লার বিস্ফোরিত হয়ে আগুনে ঝলসে ঘটনাস্থলেই মারা যায় যুবকটি।

ঘটনাটি ঘটেছে রোববার (২৪ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার লক্ষীপুর গ্রামে মা-বাবা এগ্রো ফুড নামের একটি অটো রাইস মিলে।

নিহত ফয়সাল হোসেন উপজেলার লক্ষীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সাল হোসেন মা-বাবা এগ্রোফুড অটো রাইস মিলের একজন শ্রমিক। প্রতিদিনের ন্যায় রোববার সকালে মিলে কাজ করতে যায় সে। দুপুরে মিলের একটি পুরাতন বয়লার মেরামতের করতে যায় ফয়সাল ও রাকিব নামের দুই শ্রমিক। এসময় হঠাৎ বিকট শব্দে বয়লার টি বিস্ফোরিত হয়।বিস্ফোরিত বয়লারের আগুন থেকে রাকিব প্রাণে বেঁচে গেলেও আগুনে ফয়সাল হোসেনের শরীর ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। 

জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, জীবননগরের লক্ষীপুরে মা-বাবা অটো রাইস মিলে একটি দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যুর সংবাদ শুনেছি। সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

 

 

একুশে সংবাদ/হা.নি/এস.আই

সারাবাংলা বিভাগের আরো খবর