সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কটিয়াদীতে মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলা

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:২৯ পিএম, ৯ জুলাই, ২০২২

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাওয়া গেছে।

 

 

কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের উত্তর ধনকিপাড়া জামে মসজিদ পুনঃ নির্মাণকে কেন্দ্র করে মসজিদ কমিটির বিরুদ্ধে একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ের জামাই গোলামুর রহমান খান বাদী হয়ে কিশোরগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার)আইন ২০০২ সংশোধনী-২০১২ এর ৪(১) ধারায় ৫জনকে আসামী করে মামলা দায়ের করেন।

 

 

এ বিষয়ে মামলার প্রধান আসামী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জানান,আমাদের বিরুদ্ধে প্রতিহিংসার দরুন মিথ্যা মামলা করা হয়েছে।গোলামুর রহমান খান নিয়মিত মাদক সেবন করে মাতাল অবস্থায় চলাফেরা করে। সে আমাদের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিলো।আমরা তাকে টাকা দেয়নি বলে সে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।

 

 

এ বিষয়ে তদন্তের জন্যে কটিয়াদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মাহফুজ হাসান সিদ্দিকী কে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা যায়।

 

 

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত)মাহফুজ হাসান সিদ্দিকী জানানঃআমরা সরেজমিনে গিয়ে দেখেছি যে মসজিদ পুনঃ নির্মাণকে কেন্দ্র করে মামলা দায়ের করা হয়েছে।আমি এ মামলার তদন্ত ফলাফল আদালত পাটিয়েছি।

সারাবাংলা বিভাগের আরো খবর