সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা আটক ৩

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৭ মে, ২০২২
ছবি: একুশে সংবাদ

চট্টগ্রামের রাউজানে সংবাদকর্মী মো. আরফাত হোসেনের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। গতকাল রবিবার (১৫ মে) রাত সাড়ে ৯টায় রাউজান উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজান মাঝিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

ঈদ বাজার নিয়ে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে বলে জানায় সাংবাদিক আরাফাত হোসাইন ও তার পরিবার। এসময় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ।  আটককৃতরা হলো রাউজান পৌরসভার ৮ নং ওর্য়াডের দলিলাবাদ গ্রামের মৃত আহম্মদ মোতালেবের ছেলে রবিউল হোসেন(২২), পৌরসভার ৫ নং ওর্য়াডের সুলতানপুর গ্রামের আবদুর রউফের ছেলে আহম্মদ রহমান আরিফ (২১), রাউজান পৌরসভার ৭ নং ওর্য়াডের  মোহাম্মদ জামাল উদ্দীন শরীফের ছেলে মোহাম্মদ ইমতিয়াজ (২২)। এসময় তিনটি মোটরসাইকেল ফেলে গেছে হামলাকারীরা। হামলাকারীরাদের ভিডিও ও ছবি ধারণ করার সময় স্মার্ট ফোন কেড়ে নেয় দুর্বৃত্তরা।

সাংবাদিক মো.আরফাত হোসেন রাউজান উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজান মাঝিপাড়া গ্রামের আলহাজ্ব ইসহাক মিয়ার ছেলে। তিনি দৈনিক আজকের পত্রিকার রাউজান প্রতিনিধি ও রাউজান প্রেসক্লাবের সদস্য । হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

গণমাধ্যমকর্মী আরাফত হোসাইন গণমাধ্যমে বলেন, পরিকল্পিতভাবে ১০/১২ টি মোটরসাইকেল নিয়ে আমার বাসায় প্রবেশ করে হামলা চালিয়েছে। আমাকে মারার জন্য ৩০ জন এসেছিলেন, তারা ম্যাসেঞ্জার গ্রুপে ভয়েসের মাধ্যমে পরিকল্পনা করেছিল, আমার কাছে তাদের রেকর্ড সংরক্ষণ আছে৷ তারা বার বার বলছিল ঈদের আগে যে নিউজটা করেছি, সেটার চরম খেসারত দিতে হবে বলে বলছিল তারা। আমি তাৎক্ষনিক পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু ও রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমকে জানিয়েছি। এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, ঘটনার জেরে তিনজনকে আটক করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

একুশে সংবাদ//রা.শ//র.ন

সারাবাংলা বিভাগের আরো খবর