সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মেলান্দহে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১৭ মে, ২০২২
ছবি: একুশে সংবাদ

জামালপুরের মেলান্দহে সরকারিভাবে বোরো ধান চাল সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ মে) দুপুরে উপজেলার খাদ্য গুদাম কার্যালয়ে এ ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন  মেলান্দহ উপজেলার পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান।

উপজেলায় এ বছর ২ হাজার ৮৬৮ মেট্রিক টন ধান ও ৫ হাজার ৭৩৭ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহমূল্য ২৭ টাকা, সিদ্ধ চাল ৪০ টাকা ও আতপ ৩৯ টাকা।  

উদ্বোধন উপলক্ষে মেলান্দহ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোঃ সেলিম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলার পরিষদের চেয়ারম্যান ইন্জিঃ কামরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে রাখেন, জামালপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শফি আফজালুল আলম,  মেলান্দহ উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মাদ আলী জিন্নাহ, সাধারন সম্পাদক মোঃ জিন্নাহ। 

একুশে সংবাদ//সা.আ.হা//র.ন
 

সারাবাংলা বিভাগের আরো খবর