সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কালবৈশাখী ঝড়ে স্পিডবোট ডুবি, শিশুর মরদেহ উদ্ধার

একুশে সংবাদ প্রকাশিত: ১২:১৩ পিএম, ২০ এপ্রিল, ২০২২
ছবি: একুশে সংবাদ

বুধবার (২০ এপ্রিল) চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ছেড়ে আসা একটি স্পিডবোট কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে ডুবে যায়। এ ঘটনায় একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে কতজন নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি। 

সস্থানীয় ঘাটের ইজারাদার মো. আনোয়ার হোসেন জানান সকাল সাড়ে ৯টার দিকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে স্পিডবোটটি উল্টে যায় বোটে অনেক লোক ছিল বলে তিনি জানান। তিনি বলেন বলেন, সীতাকুণ্ড থেকে সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে গুপ্তছাড়া ঘাটের কাছাকাছি এসে উল্টে যায়। ভালো আবহাওয়ার মধ্যেই স্পিডবোটটি ছেড়ে গিয়েছিল। এখন পর্যন্ত একটি শিশু মারার লাশ উদ্ধার করা হয়েছে। স্পিড বোটে ২০ জনের মতো যাত্রী ছিলেন। কেউ নিখোঁজ আছে কি-না তা জানার জন্য আমাদের উদ্ধার অভিযান চলছে।

কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম বলেন, সন্দ্বীপে গুপ্তছড়া ঘাটের কাছে একটি স্পিডবোট মিসিং আছে শুনে অভিযান চলছে। 

একুশে সংবাদ/ঢাপো/এইচ আই

সারাবাংলা বিভাগের আরো খবর