সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাজশাহীতে চার দিনব্যাপী চলা আন্দোলন স্থগিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৫ জানুয়ারি, ২০২২
ছবি: একুশে সংবাদ

রাজশাহী প্রতিনিধি : আগামী ৭ ফেব্রুয়ারী থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চলমান স্থগিত পরীক্ষা পুনরায় চালু হবে এমন আশ্বাসের ভিত্তিতে রাজশাহীতে চার দিনব্যাপী চলা আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকালে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী পরীক্ষা চালুর দাবিতে সাহেব বাজারে জড়ো হয় শিক্ষার্থীরা। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বালিয়াপুকুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে যান। সেখানে মানববন্ধনে অংশ নেয়।
 
একপর্যায়ে রাজশাহী অঞ্চলের পরিচালক ফয়জুল করিম জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্যের সাথে কথা বলে ঘোষনা দেন আগামী ৭ ফেব্রুয়ারী থেকে স্বাস্থবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ঘোষনায় শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে।

একুশে সংবাদ/বাতেন/এইচ আই
 

সারাবাংলা বিভাগের আরো খবর