সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বঙ্গবন্ধুর হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন 

একুশে সংবাদ প্রকাশিত: ০১:০২ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২১
ছবি: একুশে সংবাদ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পিছনে জড়িতদের খুঁজে বের করার জন্য জাতীয় কমিশন গঠন করে দ্রুত বাস্তবায়ন ও বিচারের জন্য মানববন্ধন অনুষ্ঠিত।

শনিবার (২৫ ডিসেম্বর)  সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সাবেক ছাত্রলীগ নেতা মাইকেলের উদ্যোগে এ মানব কর্মসুচি অনুষ্ঠিত হয়।

আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা মাইকেল, আ.লীগ নেতা নুরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার আল আমিন এম তাওহীদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা দেশ ও জাতির চির শত্রু। এই নারকীয় হত্যাকান্ডে জড়িত ইন্ধনদাতা খুঁজে বের করে বিচার করতে হবে। এদের বিচার করতে হবে "জাতীয় কমিশন" গঠন করে।

বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতাসহ বাংলাদেশকে ধ্বংস করার কুচক্রী মহলরা স্বপ্ন দেখেছিলো। স্বাধীনের পর দুর্ভিক্ষ বাংলার ক্ষুধার্থ জাতির মুখে একমুঠ খাবার দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একজন দেশের মহান নেতাকে যারা হত্যা করেছে সেই দোষরদের বিচার করতেই হবে।


একুশে সংবাদ.আলা.এইচআই.

সারাবাংলা বিভাগের আরো খবর