সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সিলেটে সড়ক দুর্ঘনায় মাদরাসা শিক্ষকের মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৪২ পিএম, ২১ নভেম্বর, ২০২১
ছবি: একুশে সংবাদ

সিলেটের ওসমানীনগর উপজেলার বড় হাজীপুর মদীনাতুল উলুম মহিলা মাদরাসার শিক্ষক মাওলানা শাহ মাহবুব আলম আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

আজ রোববার সকাল ১১টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

তার নিজ বাড়ি সিলেট গলমুকাপন (পীরের বাড়ি), স্ত্রী ও দুই সন্তান রেখে মারা যান। 

জানা যায়, গত ১৭ নভেম্বর উসমানী নগর উপজেলার খন্দকারবাজার সংলগ্ন সড়কে অটোরিক্সা (সিএনজি) মর্মান্তিক দুর্ঘনায় তিনি মারাত্মকভাবে আহত হন, প্রথমে সিলেটের চণ্ডিপুল নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে গ্রহণ না করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

পরবর্তীতে সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার কোন পরিবর্তন না পেয়ে সবশেষ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। অতপর সেখানেই আজ রোববার চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় ইন্তেকাল করেন।


মরহুমের জানাজা আজ রোববার রাত সাড়ে আটটায় গলমুকাপন মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

একুশে সংবাদ/জেএইচ/এএমটি

সারাবাংলা বিভাগের আরো খবর