সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মাগুরায় এক ইউনিয়নের ভোট স্থগিত

একুশে সংবাদ প্রকাশিত: ০১:১০ পিএম, ১১ নভেম্বর, ২০২১

মাগুরা সদরের ৪ নং বগিয়া ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। সীমানা সংক্রান্ত জটিলতার কারণে স্থগিত হয়েছে ওই কেন্দ্রের ভোট। বুধবার (১০ নভেম্বর) রাতে নির্বাচন কমিশন থেকে স্থগিতের আদেশের অনুলিপি আসে। 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম বলেন, সীমানা সংক্রান্ত জটিলতার কারণে আদালতে একটি মামলা থাকায় নির্বাচন কমিশন থেকে বুধবার রাতে বগিয়া ইউনিয়নের নির্বাচন স্থগিতের আদেশ দেওয়া হয়। তবে কে মামলাটি করেছেন সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

এদিকে বৃহস্পতিবার সকাল ৮টার পর থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। তবে সকাল পৌনে ১০টা পর্যন্ত কোনো ভোটকেন্দ্রেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়নি। 

সকাল সাড়ে ৯টার দিকে সদরের আঠারো খাঁদা ইউনিয়নের মালন্দ কেন্দ্রে গিয়ে দেখা যায়, হুইলচেয়ারে করে শামসুল ইসলাম নামে ৫৫ বছর বয়সী একজন ভোটার ভোট দিতে এসেছেন। জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। তাই বাড়ির লোকজনের সহযোগিতায় হুইলচেয়ারে করেই ভোট দিতে এসেছি।

কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।

একুশে সংবাদ/জা/তাশা

সারাবাংলা বিভাগের আরো খবর