সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

‘জয় পাকিস্তান’ স্লোগান দেওয়ায় ভারত-পাকিস্তান সমর্থকদের মারামারি

একুশে সংবাদ প্রকাশিত: ১১:০২ এএম, ২৫ অক্টোবর, ২০২১

ঝালকাঠির রাজাপুরে ভারত-পাকিস্তানের খেলা দেখার সময় ‘জয় পাকিস্তান’ স্লোগান দেওয়ায় ভারতীয় সমর্থকদের হামলায় পাকিস্তানের সমর্থক দুই ভাই আহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাংগর গ্রামের সাংগর স্কুল সংলগ্ন বাজারের সামনে এ ঘটনা ঘটে।

আহত পাকিস্তান ক্রিকেট সমর্থক ওই দুই ভাই হলেন- কাশেম মৃধা (৩২) ও কামাল মৃধা (৪০)। তারা রাজাপুর উপজেলার সাংগর গ্রামের আমীর হোসেন মৃধার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজারে আলীম স্টোরের টেলিভিশনে খেলা দেখছিল স্থানীয়রা। এসময় পাকিস্তান দলের সমর্থকরা জয় পাকিস্তান বলে স্লোগান দিলে ভারত সমর্থকরা তার প্রতিবাদ করে। এতে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়। এতে কাশেম ও কামাল আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কাশেম মৃধা চিকিৎসা নিয়ে রাতে বাড়ি ফিরলেও কামাল মৃধা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান রাজাপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার। তিনি বলেন, খেলা দেখা নিয়ে সামান্য মারামারি হয়েছে। 

একুশে সংবাদ/স/তাশা

সারাবাংলা বিভাগের আরো খবর