সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মাদারীপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০০ পিএম, ২৬ আগস্ট, ২০২১

মাদারীপুরে নিখোঁজের ৫ দিন পর শিহাব (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে ।

বৃহস্পতিবার(২৬ আগস্ট) সকালে কুমার নদে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে লাশটি উদ্ধার করে।

সে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকার বঙ্গবন্ধু আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা দেলোয়ার মজুমদারের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, সদর উপজেলার ঘটকচর এলাকার বঙ্গবন্ধু আশ্রয়ণ প্রকল্পের দেলোয়ার মজুমদারের ছেলে শিশু শিহাব গত শনিবার দুপুরে বাড়ীর পাশের কুমার নদীতে গোসল করতে নেমে নিঁখোজ হয়। ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুজি করার পরেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। পাঁচদিন পর বৃহস্পতিবার সকালে শিশু শিহাবের মরদেহ নদীতে ভেসে উঠে। পরবর্তীতে মাদারীপুর ফায়ার সার্ভিসের লোকজন এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ শিকদার বলেন, গত শনিবার দুপুরে বাড়ীর পাশের কুমার নদীতে শিশুটি গোসল করতে গিয়ে ডুবে যায়। আমরা দুইদিন নদীতে অনেক খোঁজাখুজি করেও শিশুটিকে উদ্ধার করতে পারিনি। শিশুটি যে স্থানে গোসল করতে নেমেছিল তার অনেক দূরে বৃহস্পতিবার সকালে নদীর এক প্রান্তে শিশুটির মরহেদ ভেসে উঠে। আমরা ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করি।

একুশে সংবাদ/দেলোয়ার/আর

সারাবাংলা বিভাগের আরো খবর