সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পলাশবাড়ীতে চক্ষু রোগীদের চিকিৎসার্থে ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:২৪ পিএম, ২৫ আগস্ট, ২০২১

গাইবান্ধার পলাশবাড়ীতে চক্ষু রোগীদের চিকিৎসার্থে ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (২৫ আগস্ট) সকালে উপজেলার বরিশাল ইউনিয়নের কোমরপুর মাদ্রাসা মাঠে দীপ আই কেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এবং বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক সরকারের সযোগিতায় এক ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।  

দীপ আই কেয়ার ফাউন্ডেশনের বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে কোমরপুর মাদ্রাসা মাঠে আয়োজিত ফ্রী চক্ষু চিকিৎসা ও বিনামূল্যে ঔষুধ বিতরণ ক্যাম্প প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুর হক সরকার। 

উদ্বোধনী অনুষ্ঠানে আগতদের উদ্দেশ্যে তিনি বলেন, দুঃখজনক ভাবে চক্ষু সেবা প্রদানকারী সেবাকেন্দ্র গুলোর অপ্রতুলতার কারণে বাংলাদেশে বহুলোক নিয়মিত চক্ষু পরীক্ষা করার সুযোগ পায় না। 

তাই এলাকার অসহায় মানুষের কথা চিন্তা করে দীপ আই কেয়ার ফাউন্ডেশনের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে নিয়ে ফ্রী চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রী চক্ষু ক্যাম্পে সকাল হতে দুপুর ২টা পর্যন্ত শতাধিক দরিদ্র এবং চিকিৎসা সুবিধা বঞ্চিত রোগীর বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। ছবি সংযুক্ত 

একুশে সংবাদ/খালেক/আর

সারাবাংলা বিভাগের আরো খবর