সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৭ জুলাই, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কারাগারে  যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) ভোরে ২৫০ শয্যার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। আমির উদ্দিন (৮৫) নামের কয়েদির মৃত্যু হয়েছে তিনি, নায়ায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মৃত কফিল উদ্দিনের ছেলে। তিনি ২০২০ সাল থেকে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। জেল সুপার ইকবাল হোসেন বলেন, আমির উদ্দিন একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। সোমবার রাতে তার বুক ব্যথা শুরু হলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমির উদ্দিনের ছেলে সুমন মিয়া বলেন, ‘সকালে কারাগার থেকে ফোন দিয়ে জানানো হয় আমার বাবা মারা গেছেন। খবর পেয়ে আমি এসেছি উনার মরদেহ নিয়ে যেতে। গত বছর লকডাউনের পর থেকে উনার সঙ্গে আর দেখা হয়নি। তবে প্রতি শুক্রবার তিনি ফোনে বাড়িতে কথা বলতেন। 


একুশে সংবাদ/এনায়েত/ব
 

সারাবাংলা বিভাগের আরো খবর