সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মদনে হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:২০ পিএম, ২৭ জুলাই, ২০২১

নেত্রকোনার মদনে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল গণি বেচু মিয়া(৫০) কে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার(২৬ জুলাই) রাতে নিহতের ছেলে সংগ্রাম মিয়া(২৫) বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখসহ ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে এ হত্যা মামলা দায়ের করে। 

হত্যা কান্ডের ঘটনায় আটককৃত আশাদুল ও রফিক কে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গণপিটুনিতে আহত আসামি ধনাই মিয়ার অবস্থায় আশঙ্কাজনক থাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। সুস্থ হলে তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হবে। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, নিহতের ছেলে সংগ্রাম মিয়া বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করে সোমবার রাতে হত্যা মামলা দায়ের করেছে। এ মামলার ২ জনকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। আসামি ধনাই মিয়া অসুস্থ থাকায় হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

২০২০ সালের ৮ জুন বালালী গ্রামের ইউপি সদস্য রিয়াজ উদ্দিনের বাড়িতে হামলা চালায় আব্দুল গণি বেচুর লোকজন। হামলায়  রিয়াজ উদ্দিনের বৃদ্ধা মা আহত হলে ২০২০ সালের ১৩ জুন আহত বৃদ্ধাকে হাসপাতালে দেখতে গেলে বালালী গ্রামের সবুজ তালুকদারের ছেলে সুমন(২৫) কে হাসপাতালে কুপিয়ে আহত করে আব্দুল গণি বেচুর লোকজন। 

পরে ওই দিন বিকালেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুমন মারা যান। ওই রাতেই সুমনের ভাই পলাশ মিয়া বাদী হয়ে আব্দুল গণি বেচুকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আব্দুল গণি বেচু জামিনে থাকলে গত শনিবার(২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার তিয়শ্রী বাজারে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। 

 

একুশে সংবাদ/সাকের/প

সারাবাংলা বিভাগের আরো খবর