সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মির্জাগঞ্জে  চেয়ারম্যানের বিরুদ্ধে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ 

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ২৪ মার্চ, ২০২১

পটুয়াখালী  মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী  ইউনিয়নের  চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে  অতিরিক্ত জেলা প্রশাসক পটুয়াখালী বরাবর  অতিরিক্ত টাকা নেওয়ার  অভিযোগ উঠেছে। 

অভিযোগ  সুত্রে জানাযায়,  কিসমত ঝাটিবুনিয়া গ্রামের মৃত্যু কদম আলীর ছেলে  সামসের আলী হাওলাদার ও একই গ্রামের মৃত্যু মুজাই মৃর্ধার ছেলে মোঃ আলেপ মৃর্ধার ছেলের  কাছ থেকে ভাতার নাম দেওয়ার সময় চেয়ারম্যানকে ২ হাজার টাকা দেয় পরবর্তীতে নাম পাশ হওয়ার পরে ব্যাংক থেকে টাকা উওোলনের সময় চেয়ারম্যানের পার্সোনাল সচিব ও ইউপি সদস্য নিলুফার মাধ্যমে ২ হাজার ৫ শত টাকা কাড়িয়ে নেয়। বিষয়টি ইউপি সদস্য জামালকে জানাইলে কোন ব্যাবস্হা গ্রহন করেনি। নতুন শ্রীনগরের আঃ বারেক হাওলাদারের স্ত্রী মোসাঃ জাহানারা বেগমের কাছ থেকে টিউবওয়েল পাওয়ার জন্য ৭.৮.৯.ওয়ার্ডের  ইউপি সদস্যের স্বামীর মাধ্যমে ৩৫ হাজার টাকা নিলে ও  কাজ অসমাপ্ত করে ফেলে রাখেন। টাকার অভাবে কাজ করতে পারেনি ভুক্তভোগী। ভাজিতা ৩য় খন্ডের মৃত্যু আঃ রাজ্জাক হাওলাদার এর  ছেলে মোঃ ইউসুফ হাওলাদারের কাছ থেকে ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল  গোলাম কবির কুদ্দুসের মাধ্যমে টিউবওয়েল পাওয়ার জন্য চেয়ারম্যানকে ৩০ হাজার টাকা প্রধান করলে ও টিউবওয়েলের প্লাট ফরম  না করে রাখায় ভুক্তভোগীর নিজের টাকা কাজ করতে হয়েছে। এ সকল অভিযোগে অতিরিক্ত জেলা প্রশাসক পটুয়াখালী বরাবর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান ভুক্তভোগীরা। 

এ ব্যাপারে  এডিসি রেভিনিউ জি এম শরফরাজ বলেন, তদন্ত সাপেক্ষে ব্যাবস্হা গ্রহণ করা হবে।

একুশে সংবাদ/র/আ

সারাবাংলা বিভাগের আরো খবর