সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আলোচিত নাজমা হত্যা মামলার ৯ আসামি গ্রেফতার

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ২ মার্চ, ২০২১

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামের নাজমা বেগম কে কুপিয়ে হত্যা মামলার ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ভাওরখোলা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে ইয়ার হোসেন (৪০), মজনু মিয়ার ছেলে সাইদুল (৩৫), রফিক মিয়ার ছেলে সাদ্দাম (২৮), ভারতপুর নোয়াগাঁও গ্রামের চুন্নু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৪৫), হুজু মিয়ার ছেলে মহিউদ্দিন (৩৫), ওয়াজ মিয়ার ছেলে আমান মিয়া (৩৫), কাশিপুর গ্রামের ভেলু মিয়ার ছেলে মোশাররফ (৪২) ভেলু মিয়ার আরেক ছেলে শরীফ মিয়া(৩৬) এবং জয়পুর গ্রামের কামাল হোসেনের ছেলে মাকসুদ আলম ওরফে এডু (৪১)।

গত ২০ ফেব্রুয়ারী থেকে ০১ মার্চ২০২১ পর্যন্ত বিভিন্ন সময়ে আসামিদের গ্রেফতার করা হয়। তাদের সকলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ।

প্রসঙ্গত:  গত ১৯ ফেব্রুয়ারী শুক্রবার রাতে ভাওরখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আব্বাসীর নেতৃত্ব তার লোকজন নিয়ে সিরাজুল ইসলামের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ হামলায় নাজমা বেগমের মৃত্যু হয়। ফারুক আব্বাসী এবং সিরাজুল ইসলামের মধ্যে চলে আসা পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা করা হয়েছিলো বলে জানান ওসি আবদুল মজিদ।

একুশে সংবাদ/ কা.চ /এস
 

সারাবাংলা বিভাগের আরো খবর