সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মধুমতিতে ট্রলার ডুবি : এক জনের লাশ উদ্ধার

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০১ পিএম, ১৭ জানুয়ারি, ২০২১

গোপালগঞ্জ সদর উপজেলার তালা বালু ঘাটে মধুমতি নদীতে বালু বোঝাই একটি ট্রলার ডুবে এক শ্রমিকের লাশ উদ্ধার ও আরেকজন নিখোঁজ রয়েছেন। নিহত শ্রমিক মোঃ রিপন চৌকিদার (২৩)-এর লাশ উদ্ধার করেছে ডুবুরী দল, তবে বিল্লাল পাটোয়ারী(৩৩) এখনো নিখোঁজ রয়েছেন। তাদের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। 

শনিবার(১৬ জানুয়ারী) দিবাগত রাতে সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের তালা বালু ঘাটে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। 

আজ রোববার সকাল থেকে তাদের উদ্ধারে কাজ ‍করে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল। ট্রলারে ৩ জন শ্রমিক ছিল, তাদের মধ্যে একজন ট্রলার শ্রমিক বের হতে পারলেও বাকী দুই জন রাত থেকে নিখোঁজ ছিল। পরে বিকেলে বালু চাপা পড়া পানির মধ্য থেকে এক জনের লাশ উদ্ধার করে খুলনা থেকে আসা ডুবুরী দল। 

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম জানিয়েছেন, রাতের বেলায় জোয়ারের সময় বালু ভর্তি ট্রলার এনে তালা বালু ঘাটে নোঙ্গর করে শ্রমিকরা ট্রলারের মধ্যে ঘুমিয়ে থাকে। রাতে ভাটার সময় বালু ভর্তি ট্রলারটির সামনের অংশ উঁচু হয়ে পিছনের অংশ (কেবিন) পানিতে ডুবে যায়। এতে ট্রলারে থাকা ৩ জন শ্রমিকের মধ্যে এক শ্রমিক তীরে উঠতে পরলেও ২ জন নিখোঁজ হয়। 

খবর পেয়ে আজ রোববার সকালে ফায়ার সার্ভিসের কর্মিরা ও খুলনা থেকে আসা ডুবুরীদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বিকেলে নিখোঁজ ওই শ্রমিকদের মধ্যে রিপন চৌকিদারের লাশ উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিল্লাল পাটোয়ারী(৩৩)নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।

একুশে সংবাদ/ ম.ম/এস

সারাবাংলা বিভাগের আরো খবর