সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দুর্গাপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালকের ফসলের মাঠ পরিদর্শন

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৩২ পিএম, ১৫ জানুয়ারি, ২০২১

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক, সরেজমিন উইং একেএম মনিরুল আলম তাঁর রাজশাহী অঞ্চল সফরের অংশ হিসেবে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ফসলের বিভিন্ন প্রদর্শনী প্লট সহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন। 

শুক্রবার সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক দুর্গাপুরে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা কৃষি কর্মকর্তা মসিউর রহমান সহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ। 

পরে তিনি দুর্গাপুর পৌর এলাকার সিংগা গ্রামে সরকারি প্রণোদনার আওতায় সূর্যমুখী, পেঁয়াজ ও রাজস্ব খাতের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের গম খেত পরিদর্শণ করে। 

বেলা ১১টার দিকে তিনি বহরমপুর এলাকায় ভার্মি কম্পোষ্ট সার ফার্ম পরিদর্শণ শেষে পৌর এলাকার সিংগা গ্রামে দেঁড়শ বিঘা জমিতে রাইস ট্রান্সপ্লান্টার (সমালয়) বোরো চাষাবাদের বীজতলা পরিদর্শণ করেন। এসব কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করে উপস্থিত কর্মকর্তাদের এভাবে প্রত্যন্ত এলাকার কৃষকের মাঠে এ প্রযুক্তিগুলো ছড়িয়ে দেয়ার উদাত্ত আহ্বান জানান। 

পরিচালক তাঁর বক্তব্যে কৃষক ও কর্মকর্তাদের উদ্দ্যেশে বলেন,  রাজশাহী অঞ্চলের মাটি অনেক উর্বর। কৃষিতে বর্তমান জলবায়ুজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সার ব্যবহার, শস্য নিবিড়তা বৃদ্ধি বিষয়ে কাজ করতে হবে। এছাড়াও তিনি সম্প্রসারণবিদদের আরও নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যেতে বলেন, যাতে খাদ্য নিরাপত্তা ধরে রাখা যায়। 

তিনি কৃষিবান্ধব সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করেন এবং তা মাঠ পর্যায়ে বাস্তবায়নে সকল পর্যায়ের কর্মকর্তাদের সজাগ থাকতে আহবান জানান। 

মাঠ পরিদর্শনে তাঁর সাথে উপস্থিত ছিলেন, রাজশাহী অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম, রাজশাহী জেলা উপপরিচালক শামসুল হক, অতিরিক্ত উপপরিচালক (শস্য) উম্মে সালমা, উপজেলা কৃষি কর্মকর্তা মসিউর রহমান, উপজেলা  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সবুজ আলী, ফরিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মকলেছুর রহমান প্রমুখ।

একুশে সংবাদ/মি.মা/এস

সারাবাংলা বিভাগের আরো খবর