সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নরসিংদীতে পূর্বশত্রুতার জেরে ৫০টি গাছ কর্তন

প্রকাশিত: ০৬:০৪ পিএম, ৩ ডিসেম্বর, ২০২০

নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের মরজাল গ্রামে পেট্রোল পাম্পের পিছনে মামলার এজাহারে উখ পূর্বশত্রুতার জের নিয়ে বাগানের ৫০টি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এতে আনুমানিক পাঁচলক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান ভুক্তভোগি পরিবার।

উপজেলাদীন কাজী তাজুল ইসলাম মোল্লা রায়পুরা প্রেসক্লাবে নিজ স্বাক্ষরিত লিখিত অভিযোগের ব্যাপারে জানান, মাসুদ মোল্লা (৪০), বাবু মোল্লা (২৫), আক্তারুজ্জামান (৫০), কামরুলমিয়া (৩৫), নাদিমমোল্লা (৩৫), সায়িমমিয়া (৩০)সহ আরো অজ্ঞাতনামা কয়েকজন পূর্ব জমি সংক্রান্ত বিরোধের জের নিয়ে গত (০১ নভেম্বর) মঙ্গলবার বিকালে অনুমানিক ০৩.০০ ঘটিকার সময় দা, লাঠি, লোহার রড, চাপাতি, ছুরি ইত্যাদি দেশীয় অস্ত্র শস্ত্র সহ আমাদের বসতবাড়ীতে অনাধিকার প্রবেশ করে আমাদেরকে উদ্দেশ্য করে অহেতুক কারনে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি গালির প্রতিবাদ করায় সকলে আমার বাড়ির উত্তর-পশ্চিম কোনে কাঠবাগানের আনুমানিক ৫০টি গাছ কাটিয়া অনুমানিক পাঁচলক্ষ টাকার ক্ষতিসাধন করে। আমি তাদের কাজে বাঁধা প্রদান করলে তারা আমাকে মারধর করতে উদ্যত হয়। আমাদের ডাকে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা আমাকে প্রকাশ্যে খুঁন জখমের হুমকি দিয়া চলে যায়।

এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা থানার এ.এস.আই মুখলেছ।

একুশে সংবাদ/এআরএম

সারাবাংলা বিভাগের আরো খবর