সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বুড়িমারীতে কোরআন অবমাননা হয়নি : তদন্ত কমিটি

প্রকাশিত: ০১:৪০ পিএম, ১২ নভেম্বর, ২০২০

লালমনিরহাটের বুড়িমারীতে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় কোরআন অবমাননার কোনো সংশ্লিষ্টতা পায়নি তদন্ত কমিশন।

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।  জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টিএমএ মমিন।

এ সময় তদন্ত কমিটির অন্য সদস্য অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. আবু জাফর সাংবাদিকদের জানান, প্রতিবেদন হাতে পেয়েছি। তদন্তে কোরআন অবমাননার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ প্রতিবেদনটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান জেলা প্রশাসক।

মসজিদে কোরআন অবমাননার গুজব তুলে রংপুর শালবন মিস্ত্রিপাড়া এলাকার আবু ইউসুফ শহীদুন্নবী জুয়েল নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা ও পরে মরদেহ প্রকাশ্যে পুড়িয়ে ফেলে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় পাটগ্রাম থানায় তিনটি মামলা হয়।

একুশে সংবাদ/আই/এআরএম

সারাবাংলা বিভাগের আরো খবর