সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দুই মালবাহী ট্রেনের সংঘর্ষ, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ১০:০১ এএম, ২৭ অক্টোবর, ২০২০

ঝিনাইদহের কোটচাঁদপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার (২৬ অক্টোবর) রাত আড়াইটার দিকে সাবদারপুর রেল স্টেশনে মালবাহী ও তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঝিনাইদহের কোটচাঁদপুর রেল লাইনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, দর্শনা থেকে নোয়াপাড়াগামী মালবাহী একটি ট্রেন সিগন্যাল না দিয়ে ভুলক্রমে স্টেশনে প্রবেশ করলে অপরদিক থেকে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চারটি বগি লাইনচ্যুত হয়। রাত থেকেই খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

স্টেশন মাস্টার জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে উদ্ধারকারী ট্রেন জেটিকল ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার কাজ চলছে। ৩-৪ ঘণ্টার মধ‌্যে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে।

একুশে সংবাদ/রা/এআরএম

সারাবাংলা বিভাগের আরো খবর