সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বরিশালে ১ লাখ মিটার জাল ধ্বংস, ৪১ জেলের জেল-জরিমানা 

প্রকাশিত: ১১:৫২ এএম, ২৫ অক্টোবর, ২০২০

ইলিশ সংরক্ষণে বরিশালের বিভিন্ন নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক লাখ মিটার জাল জব্দ করা হয়েছে। এসময় ৩৬ জনকে কারাদণ্ড ও পাঁচজনকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় বরিশালের বিভিন্ন উপজেলার নদ-নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান পরিচালনা করেন।

অভিযানে ৪১ জনকে জেল-জরিমানা করা ছাড়াও জব্দ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দ ইলিশগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, এবার অভিযানে এখন পর্যন্ত বরিশাল জেলায় ২২৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৪১ জনকে ২ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করেছেন জেলা ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এসময় ১৫ লাখ মিটার জাল বিনষ্ট করা হয়েছে।

একুশে সংবাদ/এআরএম

সারাবাংলা বিভাগের আরো খবর