সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ধুনটে নারী-শিশু ধর্ষণবিরোধী বিট পুলিশিং সমাবেশ

প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ১৭ অক্টোবর, ২০২০

বগুড়ার ধুনট থানা পুলিশের উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, নারী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। শনিবার সকাল ১০টার দিকে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান মিঞা, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, ধুনট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চান, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, শিক্ষার্থী মোনালী বালা ও আয়েশা তারেক জিতু প্রমুখ।

একুশে সংবাদ/এআরএম

সারাবাংলা বিভাগের আরো খবর