সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কাশিয়ানীতে পাটের গুদামে আগুন, ৩০ লক্ষ টাকার ক্ষতি

প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১৭ অক্টোবর, ২০২০

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে একটি পাটের গুদামে আগুন লেগে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানাযায়নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদী গ্রামে মাজড়া বাজারের অদুরে একটি পাটের গুদামে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আগুন লাগে। এলাকাবাসী রাত আড়াইটার দিকে আগুনের লেলিহান দেখে সোর চিৎকার করলে আশেপাশের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে। ফায়ার সার্ভিসের কর্মীরা ভোর ৭ টা পর্যন্ত চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

পাট ব্যবসায়ী কাগদী গ্রামের শাহাজান মোল্যার ছেলে মোঃ হাফিজুর রহমান লিখন মোল্যা ( ৫০) জানায়, বিদ্যূৎ সর্টসার্কিট থেকে আগুন লাগলে গুদামের পশ্চিম পাশে আগুন লাগবে। অথচ যে পাশে আগুন লেগেছে সেখানে বিদ্যূতের লাইন নাই এবং কোন লোক যাতায়াতের কোন প্রকার সুযোগ নাই। কেউ আমার সাথে শত্রুতা করে আমার গুদামে বাইরে থেকে টিনের চালার ফাঁকা দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। তবে কে বা কারা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে তা নিশ্চিত করে বলতে পারেন নাই। 

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান গুদামে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

একুশে সংবাদ/এআরএম

সারাবাংলা বিভাগের আরো খবর