সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সাঁতার শিখতে এসে শাবিপ্রবির পুকুরে শিক্ষার্থীর মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ২২ মার্চ, ২০২৪

সাঁতার শিখতে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পুকুরে ডুবে কলেজছাত্র অর্ণব তালুকদার নামে এক শিক্ষার্থী মারা গেছেন। শুক্রবার (২২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সাঁতার শিখতে এসে অর্ণব মারা যান। পুলিশ এ বিষয়টি তদন্ত করে দেখছে।

তিনি আরও বলেন, এ পুকুরে নেমে সাঁতার না কাটতে নির্দেশনা দেওয়া আছে। তারপরও অনেকে সাঁতার কাটে। সবাইকে এ পুকুরে নেমে সাঁতার না কাটতে আবারও কঠোরভাবে বলা হচ্ছে।

অর্ণব সিলেটের শাহ খুররম ডিগ্রি কলেজের ইন্টার ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায়।

 

একুশে সংবাদ/সা.আ

 

ক্যাম্পাস বিভাগের আরো খবর