সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয়

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:১৫ পিএম, ১৯ মে, ২০২৩

দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে শুরু হতে যাচ্ছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা।


আগামীকাল শনিবার (২০ মে) ‘বি’ ইউনিটের (মানবিক) মধ্য দিয়ে শুরু হবে তৃতীয়বারের মতো অনুষ্ঠেয় এ ভর্তি পরীক্ষা।


এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ছয়টি একাডেমিক ভবনে অংশ নেবে ৬ হাজার ৮৫০ জন পরিক্ষার্থী। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ১ ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।


আইসিটি সেল সূত্রে জানা যায়, পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে ১ হাজার ৩০৪ জন, অনুষদ ভবনে ১ হাজার ২০০ জন, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ১ হাজার ৬৩২ জন, রবীন্দ্র নজরুল কলা ভবনে ৯১০ জন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনে ৮৮৯ জন এবং মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে ৯১৫ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশ নেবেন।


ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষার্থীদের সহজে সিট খুঁজে পাওয়ার সুবিধার্থে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে সিট প্লান সংবলিত ডিজিটাল ব্যানার। রাস্তার পাশগুলোতে লাগানো হয়েছে ভবন নির্দেশক। শিক্ষার্থীদের সহযোগিতায় নিয়োজিত থাকবে বিএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা। পরিক্ষার্থীরা কেবল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়েই প্রবেশ করতে পারবে। কোনো অভিভাবক ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। এবং ভবনসমূহেও পরিক্ষার্থীদের সারিবদ্ধভাবে প্রবেশ করানো হবে।


নিরাপত্তার স্বার্থে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার পুলিশের পাশাপাশি নিয়োজিত থাকবে র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও। এবং যেকোন ধরনের অপরাধ দমনে মনিটরিংয়ে থাকবে ভ্রাম্যমান আদালত। এসময় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘আমাদের প্রক্টরিয়াল বডি তথা নিরাপত্তা শৃঙ্খলা কমিটির সার্বিক প্রস্তুতি রয়েছে। আমরা পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা বেষ্টনী নিয়ে ছকআউট করে পুলিশ প্রশাসনকে দিয়েছি। এছাড়া অধিকতর নিরাপত্তা সহায়তার স্বার্থে উপাচার্যের নেতৃত্বে তার বাংলোতে আজ সন্ধ্যায় দুই জেলার এসপি, ডিসি এবং শৈলকূপা ও ইবি থানার ওসিদের নিয়ে একটি নিরাপত্তা সভা অনুষ্ঠিত হবে।’


একুশে সংবাদ/এসএপি

ক্যাম্পাস বিভাগের আরো খবর