সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জাবি শিক্ষক সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্যানেল ঘোষণা

একুশে সংবাদ প্রকাশিত: ০১:২০ পিএম, ১৬ জানুয়ারি, ২০২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচনকে সামনে রেখে প্যানেল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থি শিক্ষকদের সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’।

 

এই প্যানেল থেকে সভাপতি পদে ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মোঃ সোহেল রানা ও সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের অধ্যাপক আমিনুর রহমান খান নির্বাচন করবেন।

 

সহ-সভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ মনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মাদ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে প্রাণরসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বোরহান উদ্দিন নির্বাচন করবেন।

 

এছাড়া প্যানেলে নির্বাহী সদস্য পদে রয়েছেন সিএসই বিভাগের অধ্যাপক আবু সাঈদ মোঃ মোস্তাফিজুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ফারুক আহমেদ , অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম অধ্যাপক মোঃ আব্দুর রব অধ্যাপক, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ জামাল উদ্দীন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোঃ শামছুল আলম, দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, ফার্মেসী বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ইংরেজি সহযোগী অধ্যাপক মোহাম্মদ রায়হান শরীফ, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব।

 

জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা ফোরামের সদস্য সচিব ও নির্বাহী সদস্য পদপ্রার্থী অধ্যাপক শামসুল আলম বলেন, আমাদের নির্বাচনে অংশগ্রহণ মূলত শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়া আদায়ে কথা বলার জন্য। বিশেষত গণতান্ত্রিক পর্ষদগুলোতে দীর্ঘদিন ধরে নির্বাচন হচ্ছে না। সেশনজটসহ বিভিন্ন সমস্যার কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে এগুলো আমাদের দায়িত্ব। আমরা আশা করছি নির্বাচনে আমাদের পূর্ণ প্যানেলে জয় হবে।

 

উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্যানেল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’।

 

একুশে সংবাদ/প্রতি/এসএপি

ক্যাম্পাস বিভাগের আরো খবর