সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জাবি বঙ্গবন্ধু হল ব্রাজিল সমর্থক পরিষদের কমিটি ঘোষণা

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৫ নভেম্বর, ২০২২

আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আগামী এক বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ব্রাজিল সমর্থক পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

 

শনিবার (১৪ নভেম্বর) রাত ১১টায় বিগত কমিটির সভাপতি আলম শেখ ও সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইন রাজা এ কমিটি ঘোষণা করেন।

 

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের  ৪৪তম ব্যাচের শিক্ষার্থী শাকিল হাওলাদারকে সভাপতি ও পদার্থ বিভাগের শুভাশীষ রাহাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কে এ রহমান জাকারিয়া, রাজেস অপু, ইমরান হোসেন সেতু, কাজী শহিদুল ইসলাম সজীব, রিদয় হালদার জিনি, খান আসিফ রহমান, মুভতাসিন ফুয়াদ, মাহাদী ইসলাম, মোস্তাফিজুর রহমান (মোস্তাক), পার্থ সারথী, মোঃ রাসেল, হাসিবুল হাসান রিফাত, রিফাত হাসান, শাহীন আলম, অমিয় রায়, সাঈদ বিন ইসলাম , সুজয় বাইন।

 

যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোস্তাক আহমেদ সৈকত, খাইরুল ইসলাম মাসুদ, নূরে আলম খন্দকার,  রবিন হাজারী, হৃদয় দাস, সৌরিন দেবনাথ তূর্য, আহমেদ সুজন,  মেশকাত নাহিদ (মুন),  মোনোয়ার হোসেন হিমেল, আব্দুল্লাহ আল মাসউদ, সবুজ শিকদার,  এনামুল শাহী।

 

প্রধান সমন্বয়ক সবুজ রায়, সহকারী সমন্বয়ক উৎস দত্ত, সাংগঠনিক সম্পাদক তাজিন আহমেদ নীরব, আলিফ আফসান দীপ,  রিয়ান খান, শাহীন বাসার,  মোঃ স্বাধীন, শেখ রাফিদ করিম, ইমাম নাহিদ হাসাম, মোস্তাফিজুর রহমান, বিশ্বজিৎ পাহান, সৌমিক সরকার, ফয়জুল ইসলাম নিরব, সারোয়ার শাকিল, আব্দুল্লাহ আল মামুন, নাঈম হাসান, আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক জাহিদ হাসান , উপ-দপ্তর সম্পাদক গালিব আবদুল্লাহ, লাল ভেডিড বম,  ওহায়িদ আকরাম।

 

এছাড়া প্রচার সম্পাদক আকাশ কুমার, উপ-প্রচার সম্পাদক সৌমিক, অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বাদশা, ফায়েদুর রহমান ইফাদ, উপ-অর্থ বিষয়ক সম্পাদক মাহিম হাসান রাফি, ফেরদৌস, আপ্যায়ন ও অভ্যর্থনা বিষয়ক সম্পাদক মাহিদ হাসান, উপ-আপ্যায়ন সম্পাদক অনুপম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন,  জিয়াউল হাসান ফারহাদ, উপ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসাদ, আইন সম্পাদক ফরহাদ হোসেন, আশরাফুল রনি, উপ-আইন সম্পাদক সৌরভ রোহানী, তন্ময় সহ কমিটিতে আরও বিভিন্ন পদের পাশাপাশি একাধিক কার্যকরী সদস্যের নাম ঘোষণা করা হয়।

 

কমিটি ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ডাইনিং রুমে ব্রাজিল সমর্থকগোষ্ঠীর মিলনমেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলনমেলার অংশ হিসেবে ছিল প্রীতিভোজ, আনন্দ মিছিল সহ বিভিন্ন অনুষ্ঠান। অনুষ্ঠানে হলের বিভিন্ন ব্যাচের ব্রাজিল সমর্থক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

একুশে সংবাদ/ আ.র.প্রতি/ রখ/এসএপি

 

 

ক্যাম্পাস বিভাগের আরো খবর