সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নানান অভিযোগে জর্জরিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়?

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:০২ পিএম, ৮ নভেম্বর, ২০২১

নানান অভিযোগের দায়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আজ (০৮ নভেম্বর) সোমবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত ইউজিসি কার্যালয়ের সামনে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সিন্ডিকেট ভেঙ্গে দোষীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে এক মানববন্ধন এর আয়োজন করে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন। আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের কিছু সদস্য নিয়ে তৈরী এক সিন্ডিকেটের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন আইন ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এড. মহিউদ্দিন জুয়েল, সংগঠনের উপদেষ্টা ড. সুফী সাগর সামস, বাংলাদেশ সংবাদপত্র (গণমাধ্যম) কর্মচারী ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তালুকদার, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম ইব্রাহিম পাটোয়ারি, সাংবাদিক নেতা কালিমুল্লা ইকবালসহ আরো অনেকে। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বরাবর  ৮ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন। 

এই সময় বক্তারা সুপ্রীম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারপতিকে প্রধান করে কমিশন গঠন করে দোষীদের বিরুদ্ধে তদন্তের দাবি করে বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য অল্প দামের জমি বেশি দামে ক্রয়, ডেভলাপার্স কোম্পানির সঙ্গে ট্রাস্টিদের কমিশন বাণিজ্য, শিক্ষার্থীদের টাকায় ট্রাস্টিদের গাড়ি বিলাস, এক লাখ টাকা করে সিটিং এলাউন্স, অনলাইনে মিটিং করেও সমপরিমাণ এলাউন্স গ্রহণ, নিয়ম ভেঙ্গে ফান্ডের ৪০৮ কোটি টাকা নিজেদের মালিকানাধীন ব্যাংকে এফডিআর, মঞ্জুরি কমিশনের নির্দেশনা অমান্য করে কয়েকগুণ শিক্ষার্থী ভর্তি, অতিরিক্ত বিভাগ খোলাসহ নানা অনিয়ম ও দুর্নীতির তদন্তের দাবি করেন। 

৩য় পর্ব আসছে.......

একুশে সংবাদ/রাফি/বাবু

ক্যাম্পাস বিভাগের আরো খবর