সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাড়ি ফিরতে ভার্সিটির বাস চায় জবি শিক্ষার্থীরা

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ৬ জুলাই, ২০২১

করোনাকালীন সময়ে জবি শিক্ষার্থীদের পড়তে হয় অনেক বিড়ম্বনার ভিতর। যেহেতু হল নাই, তাই মেসেই থেকে পড়াশোনা চালাতে হয় জবি শিক্ষার্থীদের। কিন্তু করোনার জন্য কেউ কেউ মেস ছেড়ে দিয়ে গ্রামে চলে গেছে আবার কেউ কেউ নতুনভাবে মেস নেওয়ার কথা চিন্তা করছে। অধিকাংশ শিক্ষার্থীই টিউশনি করে ঢাকায় চলাফেরা করত। করোনার কারণে এখন সে পথটাও বন্ধ। আর্থিক সমস্যার সাথে সৃষ্টি হয়েছে থাকার সমস্যা। যারা ঢাকায় আবার চলে এসেছে তারা এখন বিপাকে। করোনার প্রবল থাবার কারণে যারা এখন ঢাকায়, তারা কিভাবে বাড়ি যাবে সেটা নিয়ে চিন্তিত।

এমতাবস্থায় সাধারণ শিক্ষার্থীদের দাবি তাদেরকে যেন ভার্সিটির বাস ব্যবহারের মাধ্যমে তাদের গন্তব্যে পৌছে দেওয়া হয়। আজ ০৬ জুলাই, ২০২১ মাননীয় উপাচার্য বরাবর সাধারণ শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করে। যেখানে শিক্ষার্থীদের সমস্যার কথা উল্লেখ করে করোনার সময় ঢাকায় অবস্থান করাটাও কতটা ঝুকিপূর্ণ সে বিষয়টি বিবেচনায় নিয়ে যাতায়াতের ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়েছে।


একুশে সংবাদ/এনা/ব

ক্যাম্পাস বিভাগের আরো খবর