সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কোটালীপাড়ায় আগাম বাঙ্গি ক্ষেত পরিদর্শন

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৪৫ পিএম, ৩ মার্চ, ২০২৩

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগাম বাঙ্গি ক্ষেত পরিদর্শন করলেন উপজেলা কৃষি অফিস। শুক্রবার (৩ মার্চ) সকাল ১১ টায় উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামের আগাম বাঙ্গি ক্ষেত পরিদর্শন করেছেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।

 

এসময় বুরুয়া, হিজল বাড়ি, নলুয়া, চকপুকুরিয়া গ্রামের আগাম বাঙ্গি ক্ষেত পরিদর্শন করেন ও বাঙ্গি গাছের বিভিন্ন রোগবালাই দমনে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে , উপ-সহকারী কৃষি কর্মকর্তা রমেন্দ্রনাথ হালদার, সুমন মিত্র ও কৃষক দীনেশ হালদার প্রমুখ।

 

কৃষক দীনেশ হালদার বলেন, আমি তিন বিঘা জমিতে আগাম বাঙ্গি চাষ করেছি -সামনের রমজান মাসে, আগাম পাকা বাঙ্গি বাজারজাত করার আশায় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।

 

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে বলেন, এই এলাকায় বেশ কিছু দিন যাবৎ তরমুজ, বাঙ্গির চাষ হয়ে থাকে। এখানের চাষীরা প্রত্যেকেই এই চাষ সম্পর্কে ভালো ধারণা আছে। আগাম তরমুজ বাঙ্গি চাষ করে এখানকার মানুষ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পেরেছে।

 

একুশে সংবাদ/সু.ব.প্রতি/এসএপি

কৃষি বিভাগের আরো খবর