সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নরসিংদীতে বেগুন চাষে বাম্পার ফলন

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:০০ পিএম, ৪ জানুয়ারি, ২০২১

নরসিংদীতে বেগুনের অতিরিক্ত ফলন এখন কৃষকের বোঝা হয়েছে দাঁড়িয়েছে। কৃষকের মুখে হাসির বদলে কপালে নেমেছে দুশ্চিন্তার ভাঁজ। বেগুনের বাজার দরে ধস নামায় এই দুশ্চিন্তা কৃষকের চোখে-মুখে। 

নরসিংদীর পাইকারি বাজারগুলোতে এখন প্রতি কেজি বেগুন
বিক্রি হচ্ছে দুই টাকা দরে। এতে লাভ তো দূরের কথা, বাজারে নেওয়ার পরিবহন খরচও তুলতে পারছেন না কৃষকরা। তার ওপর ঋলের টাকার ওপর চড়া সুদ। এর সুবিধা নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। কৃষি বিভাগ বলছে, এ বছর বেগুনের বাম্পার ফলন ও আবাদি জমির পরিমাণ বৃদ্ধি
কারণে সবজির উৎপাদন বেড়েছে। ফলে বেগুনের দাম কমে গেছে। তবে শিগগিরই বেগুনের দাম বাড়বে বলে আশাবাদী কৃষি কর্মকর্তারা।

বেগুন চাষি মো. করিম মিয়া বলেন, বেগুন ক্ষেতে নিয়মিত সার, কীটনাশক প্রয়োগ করতে হয়, যা অনেক ব্যয়বহুল। দাম বাড়ার আশায় এক মাস ধরে নিয়মিত জমির পরিচর্যা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছি। অপর চাষি জসিম উদ্দিন বলেন, বাজারে প্রতি কেজি বেগুন এখন দুই টাকা দরে বিক্রি করতে হচ্ছে। অথচ জমিতেই প্রতি কেজি বেগুনের উৎপাদন খরচ পড়ে ১০ থেকে ১৫ টাকা।লোকসানের শেষ নেই। তিনি আরো বলেন, ‘গত ১০ বছরের মধ্যে বেগুনের এমন দরপতন আর হয়নি। কষ্টার্জিত বেগুন নিয়ে আমরা এখন বড়ই বিপদে আছি। কীভাবে সংসার চলবে?’

নরসিংদীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. লতাফত হোসেন বলেন, এ বছর বেগুনের বাম্পার ফলন হয়েছে। তার ওপর আবাদি জমির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাই লক্ষমাত্রার চেয়েও বেগুনের ফলন বেশি এসেছে। ফলে বেগুনের দাম কমে গেছে। তবে রমজানের সময় পুনরায় বেগুনের দাম বেড়ে যাবে।

একুশে সংবাদ/ সাউরু/এস

কৃষি বিভাগের আরো খবর