সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সরিষা ফুলে রঙিন ফসলের মাঠ

একুশে সংবাদ প্রকাশিত: ১২:২৪ পিএম, ৪ জানুয়ারি, ২০২১

সরিষা ফুলের হলুদ রঙে ছেয়ে গেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার প্রতিটি ইউনিয়নের মাঠঘাট। চারপাশে হলুদ ফুল আর সবুজ পাতার সমারোহে প্রকৃতি যেনো সেঁজেছে নতুন রূপে। এ যেনো ঘন কুয়াশার মাঝে কনকনে শীতে প্রকৃতি হলুদ চাদরে নিজেকে মুড়িয়ে রেখেছে। 

নয়নাভিরাম এ দৃশ্য চারদিকে এক আবেশি পরিবেশের সঙ্গে মাধুর্যতায় ভরে দিয়েছে সরষে ফুলের ঘ্রাণ। এবার তাই ঘাটাইলে সরিষার বাম্পার ফলনে কৃষকের চোখে মুখেও আনন্দের রেখা ফুঁটে উঠেছে।

সরিষার ফুলে আকৃষ্ট হয়ে মৌমাছিরা মধু আহরণে ব্যস্ত। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে ঘাটাইলের ফসলি মাঠ। প্রকৃতির এক অপার লীলাভূমি নেমে এসেছে এখানে। আবহাওয়া অনুকলে থাকলে চলতি মৌসুমে এ অঞ্চলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা কৃষকদের।

সরেজমিনে ঘুরে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের আকন্দবাইদ  এলাকার কৃষকদের  সাথে কথা বলে জানা যায়, বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে অগ্রহায়ণ মাসের প্রথমদিকে কৃষকরা সরিষার বীজ বুনে থাকে। কৃষকরা খুব কম সময়ে সরিষা ঘরে তুলতে পারে। 

একই এলাকার জয়নাল আবেদীন বলেন, আমি তিন একর জমিতে সরিষা চাষ করেছি। প্রচুর ফলন হয়েছে, আশা করি দামও ভালো পাবো। তবে বিভিন্ন কৃষি পণ্যের পাশাপাশি সরিষার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে এখানকার কৃষকরা আরও বেশি উপকৃত হতো।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান জানান, উপজেলায় ২ হাজার ২ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। কম খরচে অধিক মুনাফা হওয়ায় প্রতি বছরই সরিষা চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। গত বছরের তুলনায় এ বছর আমাদের ৫৫৭ হেক্টর জমিতে আবাদ বৃদ্ধি পেয়েছে।

কৃষি অফিস থেকে কৃষকদের উচ্চ ফলনশীল সরিষা আবাদের জন্য সব সময়ই উৎসাহ ও সহায়ত করে থাকি। উপযুক্ত বীজ নির্বাচন, সুষম সার প্রয়োগে আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। এ বছর আবহাওয়া অনুকলে থাকায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

একুশে সংবাদ/ হা.র.তা/এস

কৃষি বিভাগের আরো খবর