সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

১০০ জন নারী শিক্ষার্থীদের নিয়ে বিডিওএসএন এর চাকরি প্রস্তুতিমূলক কর্মশালা

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ৩০ জুলাই, ২০২১

প্রতিষ্ঠিত হতে মেয়েদের নিজেদের আত্মবিশ্বাস বাড়ানোর কোনো বিকল্প নেই। চাকরি পেতে নিজেকে এগিয়ে নিতে নিজের ভেতর জেদ থাকতে হয়। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে অনলাইন কর্মশালা ‘হ্যাকস টু চেস ইওর ড্রিম জব’ সেশনে এ মন্তব্য করেন হিউম্যান রিসোর্স প্রফেশনাল ও বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার অফিস অব
প্রফেশনাল ডেভেলপমেন্ট এর সিনিয়র কনসালটেন্ট পারভিন সুলতানা হুদা।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের ইএসডিজি ফর বিডি প্রকল্পের আয়োজনে চাকুরিপ্রার্থী প্রায় ১০০ জন মেয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই সেশন। সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইন এর মাধ্যমে কর্মশালায় যুক্ত হন তারা।

প্রায় দুই ঘন্টার সেশনে পারভিন হুদা বিভিন্ন প্রেজেন্টেশন তুলে ধরে বলেন, মেয়েরা নিজেদের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। এখান থেকেই তারা পিছিয়ে পড়তে শুরু করে। তবে, সময় বদলেছে এখন নিজের সিদ্ধান্ত নিজেদের নেওয়া উচিত। প্রতিদিন পৃথিবীতে লাখ লাখ তথ্য যোগ হচ্ছে। 

এসব তথ্যের সঙ্গে প্রতিদিন নিজেকে হালনাগাদ থাকতে হবে বলেও মন্তব্য করেন পারভিন সুলতানা হুদা।

সেশনে অংশ নেওয়া মেয়েরা চাকরির প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন আমন্ত্রিত অতিথিকে। পুরো কর্মশালায় চাকরি প্রস্তুতি নেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

 

একুশে সংবাদ/সাকিরা/প

নারী ও শিশু বিভাগের আরো খবর