সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিশ্বমানের পর্যটনকেন্দ্র হবে চাঁদপুরে

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১২ এপ্রিল, ২০২১

৬ হাজার কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হবে চাঁদপুরে। মেঘনার তিন চরে থাকবে ২০ হাজার পর্যটকের রাত্রিযাপনের সুবিধা।জাপান-বাংলাদেশের যৌথ উদ্যোক্তা, প্রতিষ্ঠান ব্লু রিভার আইল্যান্ড রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম ক্লাব লিমিটেড, মেঘনার চরে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র গড়ে তোলার প্রকল্প হাতে নিয়েছে। 

এই প্রকল্পে জায়গা লাগবে ৬ শত একর। ব্যয় হবে ৬ হাজার কোটি টাকা। আর এর জন্যে উপযোগী জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ও বিষ্ণুপুর ইউনিয়ন মৌজার দাসাদী সংলগ্ন মেঘনা নদীর তিনটি চরকে।পর্যটন কেন্দ্রে থাকবে— বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের জাদুঘর, পানির ওপর ভাসমান কটেজ, ৪ কিলোমিটার দীর্ঘ ক্যাবল কার, ট্রেডিশনাল কটেজ, স্টুডিও এপার্টমেন্ট, পাঁচ তারকা হোটেল, থিম পার্ক, রিভার ক্রুজ, স্পিড বোট, হেলিকপ্টার, কনভেনশন হল, থিয়েটার, মিউজিয়াম, ইন্টারন্যাশনাল এক্সপো সেন্টার, মার্কেট, জিমনেসিয়াম, ইনডোর এবং আউটডোর গেমস, ক্রিকেট অ্যারোনা, সুইমিং ক্লাব, ওয়াটার রাইড, হসপিটাল, পার্টি সেন্টার, হলি কর্নার, রিসার্চ ইনস্টিটিউট, স্টাফ রেসিডেন্সিয়াল এরিয়া, এগ্রি ট্যুরিজম, গ্রিন এনার্জি, পর্যটন, ডিপ্লোমা কোর্স, স্কুল প্রভৃতি।

একুশে সংবাদ/রা/আ

পর্যটন বিভাগের আরো খবর