সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

অতিরিক্ত বিদেশি খেলানো নিয়ে রাজস্থানের বিরুদ্ধে অভিযোগ

একুশে সংবাদ প্রকাশিত: ০২:১৩ পিএম, ২৯ মার্চ, ২০২৪

নিয়মের ফাঁক দিয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হোম ম্যাচে পাঁচজন বিদেশি ক্রিকেটারকে মাঠে নামাল রাজস্থান রয়্যালস। বিষয়টি নিয়ে চরম আপত্তি জানায় দিল্লির টিম ম্যানেজমেন্ট। যদিও পন্টিং-সৌরভদের আপত্তি ধোপে টেকেনি।

বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামতে দেখা যায় রাজস্থান রয়্যালসের পাঁচজন বিদেশি ক্রিকেটার জোস বাটলার, শিমরন হেতমায়ের, ট্রেন্ট বোল্ট, নান্দ্রে বার্গার ও রোভম্যান পাওয়েলকে। যদিও পাঁচজন বিদেশি তারকা রাজস্থানের প্রথম একাদশে ছিলেন না বা একসঙ্গে চারজনের বেশি বিদেশি ক্রিকেটারকে তারা মাঠে নামায়নি। আসলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মকে কৌশলে ব্যবহার করেই এমন কাণ্ড ঘটায় রাজস্থান।

ম্যাচের প্রথম একাদশে রাজস্থান তিনজন বিদেশি ক্রিকেটার হিসেবে জায়গা করে দেয় বাটলার, বোল্ট ও শিমরন হেটমায়েরকে। পরে হেটমায়েরের বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন বার্গার। শেষে শুভম দুবের পরিবর্তে ফিল্ডার হিসেবে মাঠে নামেন পাওয়েল।

রোভম্যান পরিবর্তে ফিল্ডার হিসেবে মাঠে নামা মাত্রই দিল্লি কোচ রিকি পন্টিং প্রতিক্রিয়া জানান। তাঁকে আপত্তি জানাতে দেখা যায় চতুর্থ আম্পায়ারের কাছে। তবে রিজার্ভ আম্পায়ার দিল্লির ডাগআউটে টিম লিস্ট নিয়ে গিয়ে পন্টিংকে দেখান যে, রাজস্থান কীভাবে নিয়ম মেনেই পাওয়েলকে মাঠে নামিয়েছে। যদিও বিষয়টি পছন্দ হয়নি সৌরভেরও। দিল্লির টিম ডিরেক্টরকেও কথা বলতে দেখা যায় রিজার্ভ আম্পায়ারের সঙ্গে।

আইপিএলের নিয়ম কী বলছে:-
আইপিএলের নিয়ম অনুযায়ী কোনও দল সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটারকে তাদের প্রথম একাদশে রাখতে পারে। চারজন বিদেশিকে প্লেয়িং ইলেভেনে রাখলে পরিবর্তে হিসেবে একজন বিদেশি প্লেয়ারের বদলেই একমাত্র অন্য কোনও বিদেশিকে মাঠে নামানো যাবে। চারজনের কম বিদেশি প্লেয়ার প্লেয়িং ইলেভেনে থাকলে একজন ভারতীয় প্লেয়ারের পরিবর্তে হিসেবে একজন বিদেশি প্লেয়ারকে মাঠে নামানো যেতে পারে। তবে কোনওভাবেই চারজনের বেশি বিদেশি ক্রিকেটার এক সঙ্গে মাঠে থাকতে পারবেন না।

রাজস্থান-দিল্লি ম্যাচে কী ঘটে:-
রাজস্থান তিনজন বিদেশি (বাটলার, বোল্ট ও হেটমায়ের) ক্রিকেটারকে প্রথম একাদশে রাখে। পরে একজন বিদেশি  (হেটমায়েরের) ক্রিকেটারের ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অন্য এক বিদেশিকে (বার্গারকে) মাঠে নামায়। সুতরাং, তারা চার বিদেশিকে একসঙ্গে মাঠে নামায়নি। পরে শুভম দুবের পরিবর্তে পাওয়েল ফিল্ডিং করতে নামেন। সুতরাং, সেই মুহূর্তে মাঠে রাজস্থানের চারজন বিদেশি ক্রিকেটার (বাটলার, বোল্ট, বার্গার ও পাওয়েল) উপস্থিত ছিলেন। ডাগ-আউটে ছিলেন হেটমায়ের।


একুশে সংবাদ/এস কে

খেলাধুলা বিভাগের আরো খবর