সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

টস হেরে ফিল্ডিংয়ে চেন্নাই

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:২৪ পিএম, ২২ মার্চ, ২০২৪

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে আইপিএলের ১৭তম আসরের। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আইপিএল ২০২৪-এর শুরুতেই লড়াই ধোনি-কোহলির। যদিও দুই তারকাই ইতিমধ্যে নিজ নিজ আইপিএল দলের ক্যাপ্টেন্সি ছেড়েছেন। কোহলি আগেই ফ্যাফ ডু‍‍`প্লেসির হাতে আরসিবির বাগডোর তুলে দিয়েছেন। ধোনি এবারই নেতৃত্ব ছেড়েছেন রুতুরাজ গায়কোয়াড়ের হাতে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কখনও আইপিএলের ট্রফি জেতেনি।

সুতরাং, এবার নতুন উদ্যমে ট্রফি খরা কাটানোর চেষ্টা চালাবে তারা। অন্যদিকে চেন্নাই সুপার কিংস শুধু ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে তাই নয়, বরং প্লে-অফ তথা ফাইনালে ওঠার নিরিখে টুর্নামেন্টের ইতিহাসের সব থেকে সফল দল তারা। সুতরাং, সেই ঐতিহ্য বজায় রাখাই হবে নতুন ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড়ের কাছে প্রধান চ্যালেঞ্জ। মহেন্দ্র সিং ধোনির জুতোয় পা গলানো যে মোটেও সহজ কাজ নয়, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না।

চেন্নাইয়ের প্রথম একাদশ
রুতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিংহ ধোনি, সমীর রিজভি, দীপক চাহার, মাহিশ থিকশানা, তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান

বেঙ্গালুরুর প্রথম একাদশ
ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, রজত পটীদার, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, কর্ণ শর্মা, ক্যামেরন গ্রিন, আলজারি জোসেফ, মায়াঙ্ক ডাগর, মহম্মদ সিরাজ। 
একুশে সংবাদ/এস কে

খেলাধুলা বিভাগের আরো খবর