সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিশ্বকাপ ব্যর্থতায় দুই পরিচালকের নাম জড়ানোর বিষয়ে যা বললেন পাপন

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:১৫ পিএম, ৯ মার্চ, ২০২৪

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার জন্য বিসিবির কাছে তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন অনুসন্ধান কমিটি। যেখানে হতাশাজনক ফলের জন্য ব্যক্তিগতভাবে কাউকে দোষী করা হয়নি। ৩ পাতার পুরো প্রতিবেদনের কোথাও কারো নাম নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

এছাড়া প্রতিবেদনের কপি সব পরিচালককে দেয়ার নির্দেশ দিয়েছেন বোর্ড সভাপতি। শনিবার (৯ মার্চ) মিরপুরে বিসিবির দশম বোর্ড মিটিং শেষের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই বলেন তিনি। সেই সঙ্গে নিজের পকেটে থাকা রিপোর্টটি বের করে পাপন জানান, এখানে কারোর নাম নেই।

পাপন আরও বলেন, ৩১ মার্চের বার্ষিক সাধারণ সভাকে সামনে রেখে জরুরী সভা ডাকা হয়েছিল। যেখানে প্রধান নির্বাহী ও অর্থ প্রতিবেদন অনুমোদন পায়। একই সভায় শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টেন্ডার নিয়ে আলোচনা হয়েছে। যা এ মাস বা আগামী মাসে হবে বলে নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি।

বোর্ড সভাপতি বলেন, ‘আমি জালাল ভাই, সুজন ও কয়েকজন পরিচালকের সামনে পুরো রিপোর্ট পড়ে শুনিয়েছি। বলেছি দেখেন কোথায় কী আছে। উনারা দেখলেন এরকম কিচ্ছু নেই। যে দুজনের নাম এসেছিল ঐ দুজনকেও পড়ে শুনিয়েছি, দেয়ার ইজ নাথিং। এর বাইরে কেউ কিছু বললে আমাদের করার কিছু থাকে না।’

এসময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আকরাম খানের এক মন্তব্যের প্রেক্ষিতে পাপন বলেন, ‘আজ কে জানি আকরামের একটা বক্তব্য পাঠাল। আকরামকে সঙ্গে সঙ্গে পাঠালাম, আকরাম লিখেছে এক্স্যাক্টলি ফেইক নিউজ ভাইয়া। আমি তো আকরামকে অবশ্যই বিশ্বাস করি। ফেইক নিউজ করলে আমার কী করার আছে?’

তদন্ত প্রতিবেদন নিয়ে পাপনের বক্তব্য, ‘একটা কমিটি করা হয়েছিল। ওরা বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেছে। ওদের সঙ্গে কথা বলে তারা কিছু সাজেশন ও রিকমেন্ডেশন দিয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করেন, সেখানে আসলে এমন কোনো তথ্য নেই যা আমি জানি না বা আপনারা জানেন না।’

তিনি আরো বলেন, ‘যে পরিমাণ নিউজ হয়, আমাদের কাজ কি খালি এসবের উত্তর দেয়া? কী আসতে পারে পারফরম্যান্স খারাপের জন্য? যে কাউকে জিজ্ঞেস করলে সে বলতে পারবে। তবে বেশ কিছু পরামর্শ দিয়েছে এবং সে অনুযায়ী কাজও শুরু করে দিয়েছে। যেসব বিভাগের কাজ, তা শুরু হয়ে গেছে।’

আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য দুই বোর্ড পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও জালাল ইউনুসকে দায়িত্ব দিয়েছেন নাজমুল হাসান। উল্লেখ্য, এর আগে একটি গণমাধ্যমে প্রকাশ পায় বিশ্বকাপ দলে ‘অস্থিরতা’ তৈরিতে দু’জন পরিচালকের দায় খুঁজে পেয়েছে কমিটি।
 

একুশে সংবাদ/এস কে

খেলাধুলা বিভাগের আরো খবর