সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সাকিবের ১৪ বছরের রেকর্ড ভেঙ্গে দ্রুততম সেঞ্চুরির মালিক মুশফিক

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২০ মার্চ, ২০২৩

সাকিব আল হাসানের রেকর্ড ভেঙ্গে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন মুশফিকুর রহিম।  

 

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ৬০ বলে অপরাজিত ১০০ রান করেন মুশফিক। এই ইনিংসের মাধ্যমে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রæততম সেঞ্চুরির মালিক বনে যান মুশি। এতে ভেঙ্গে যায় সাকিবের ১৪ বছরের পুরনো রেকর্ড।

 

২০০৯ সালের ১১ আগস্ট বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় শতরান করেছিলেন সাকিব। যার মাধ্যমে  বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছিলেন সাকিব। ১৪ বছর পর সাকিবের দ্রুত সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গলেন মুশফিক।

 

আয়ারল্যান্ডের বিপক্ষে ছয় নম্বরে ব্যাট করতে নামেন মুশফিক। ৩৪ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। ইনিংসের শেষ ডেলিভারিতে ১ রান নিয়ে ৬০ বলে শতক পূর্ণ করেন বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির মালিক হন মুশফিক।

 

৬০ বলে সেঞ্চুরি করতে ১৪টি চার ও ২টি ছক্কা হাঁকান মুশফিক। দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ার দিনে ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন মুশি। তামিম ইকবাল ও সাকিবের পর বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ৭ হাজার রান ক্লাবে নাম লিখিয়েছেন সাবেক এই অধিনায়ক।

একুশে সংবাদ/সম 

খেলাধুলা বিভাগের আরো খবর