সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

তামিম-হোপের ব্যাটিং ঝড়ে খুলনার সংগ্রহ ২১০ রান

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:২৮ পিএম, ৩১ জানুয়ারি, ২০২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে সিলেট পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে সবশেষ আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও এবারের নবাগত দল খুলনা টাইগার্স। ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা।

 

আগে ব্যাট করে তামিম ইকবাল ৯৫ ও শাই হোপের ৯১ রানের উপর ভর করে ২১০ রান করে খুলনা।

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস। বল হাতে শুরুতেই সাফল্যম পায় তার দল। মাহমুদুল হাসান জয় ফেরেন ১ রানে।

 

তবে এরপর কুমিল্লার আনন্দ মিলিয়ে যেতে বেশি সময় লাগেনি। স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের পাশাপাশি কায়েসের দল হয়তো ঘুণাক্ষরেও ভাবতে পারেনি এরপর কিসের সাক্ষী হতে যাচ্ছেন তারা।

 

দ্বিতীয় উইকেট জুটিতে শুরুতে একটু সময় নিয়ে জমার পর হাত খুলে খেলতে শুরু করেন শাই হোপ ও তামিম ইকবাল। কুমিল্লার বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করতে থাকেন তারা।

 

প্রথমে ২৭ বলে হাফ সেঞ্চুরি পূরন করেন হোপ। একটু পর ৪৫ বলে ফিফটির দেখা পান তামিম। তবে এরপরই যেন ব্যাটকে খাপছাড়া তলোয়াড় বানান তিনি। হোপকে দর্শক বানিয়ে একেরপর এক বল আছড়ে ফেলতে থাকেন বাউন্ডারির বাইরে।

 

শেষ ওভারে আউট হওয়ার আগে ৬১ বলে ৯৫ রান করেন তামিম। শাই হোপ ৫৫ বল খেলে অপরাজিত থাকেন ৯১ রানে। কুমিল্লার হয়ে মোসাদ্দেক হোসেন ও নাসিম শাহ একটি করে উইকেট শিকার করেন।

 

একুশে সংবাদ/ সম    

খেলাধুলা বিভাগের আরো খবর