সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

একুশে সংবাদ প্রকাশিত: ১২:২৪ পিএম, ৮ জানুয়ারি, ২০২৩

এএইচএফ জুনিয়র এশিয়া কাপে গতকাল (শনিবার) শ্রীলঙ্কাকে ১৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশ আগেই সেমিফাইনালে খেলার টিকিট পেয়ে যায়। অন্য দলের ফলাফলের ওপর ভিত্তি করে এখন এক ম্যাচ হাতে রেখেই সেমি ফাইনাল নিশ্চিত করে ফেলে লাল-সবুজেরা। 

 

ওমানে অনুষ্ঠিত টুর্নামেন্টে গতকাল রাতের ম্যাচে হংকংকে হারিয়েছে উজবেকিস্তান। এর মাধ্যমে নিজেদের পাশাপাশি বাংলাদেশও সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে।

 

দুই দলেরই ২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট। বাংলাদেশ ও উজবেকিস্তান সেমিফাইনাল ওঠার মাধ্যমে যুব এশিয়া কাপও নিশ্চিত করেছে। বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আগামীকাল সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ উজবেকিস্তানের মুখোমুখি হবে। এই ম্যাচটি মূলত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। বাংলাদেশ ও উজবেকিস্তান ২ দলের সমান ৬ পয়েন্ট। শ্রীলঙ্কা ও হংকং দুই ম্যাচ শেষে কোনো পয়েন্ট পায়নি। ফলে এই গ্রুপে শেষ দুই ম্যাচ শুধু নিয়মরক্ষার।

 

একুশে সংবাদ/ সম

খেলাধুলা বিভাগের আরো খবর