সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

৯ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ৪ ডিসেম্বর, ২০২২

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। মিরপুরে ভারতের দেয়া ১৮৭ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪৭ রান। শেষ ব্যাটম্যান হিসেবে ফিরে গেছেন মুশফিক ও মাহমুদউল্লাহ।

 

ক্রিজে আছে  মিরাজ ও মুস্তাফিজ। জিততে বাকি উইকেটে বাংলাদেশকে করতে হবে ৫৮ বলে ৪০ রান।

 

এ দিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই শুন্য রানে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। সতীর্থকে হারিয়ে এনামুল হক বিজয়কে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক লিটন দাস। তবে বিজয় জীবন পেয়েও নিজের ইনিংস বড় করতে পারেনি। ফিরে যান ব্যক্তিগত ১৪ রানে। তৃতীয় উইকেট জুটিতে সাকিবকে সাথে নিয়ে দারুণ ব্যাট করছিলেন লিটন দাস।

 

দুজনে ৬১ বলে ৪৮ রানে জুটি গড়েন। কিন্তু লিটন ব্যক্তিগত ৪১ রানে বিদায়ের পর সাকিবও উইকেটে টিকতে পারেনি। তিনি ফিরে যান ব্যক্তিগত ২৯ রানে। এরপর মাহমুদউল্লাহ ১৪ ও মুশফিক ১৮ রান করে দলকে বিপদে ফেলে বিদায় নেন।

 

এর আগে মিরপুর টস হেরে ব্যাটিংয়ে নেমে সাকিব-এবাদতের ভয়ঙ্কর বোলিংয়ে ৪১.২ ওভারে ১৮৬ রানে অলআউট হয় ভারত। দলের পক্ষে  কে এল রাহুল সর্বোচ্চ ৭৩ রান করেন। এঠাড়া রোহিত দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন। আর কেউ সুবিধা করতে পারেনি। বল হাতে সাকিব ৫টি ও এবাদত নেন ৪ উইকেট।

 

একুশে সংবাদ/এসএস
 

খেলাধুলা বিভাগের আরো খবর