সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জিতেও চোখের জলে সুয়ারেস-কাভানিদের বিদায়

একুশে সংবাদ প্রকাশিত: ১০:১০ এএম, ৩ ডিসেম্বর, ২০২২

আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে শুক্রবার ‘এইচ’ গ্রুপের ম্যাচের প্রথমার্ধের ২-০ গোলে জিতেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু পয়েন্ট টেবিলের জটিল হিসেবে তা যথেষ্ট নয়।

 

অন্য ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে এশিয়ার দেশটি। উরুগুয়ের সমান ৪ পয়েন্ট তাদের। গোল পার্থক্যও সমান। টাইব্রেকের দ্বিতীয় শর্ত গোল বেশি করার সুবাদে তাদের বিদায় করে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়া।

 

শেষ রাউন্ড শুরুর আগে এই গ্রুপ থেকে শেষ ষোলোয় রোনালদো-ফের্নান্দেসদের সঙ্গী হওয়ার সম্ভাবনায় এগিয়ে ছিল ঘানা। দারুণ চেষ্টা করেও হার এড়াতে পারেনি তারা। দুর্দান্ত কিছু সেভ করে তাদের স্বপ্ন ভাঙেন উরুগুয়ে গোলরক্ষক। ৩ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে বিদায় নিল আফ্রিকার দলটি। তবে রেখে গেল নিজেদের ছাপ।

 

শুরু থেকে আক্রমণাত্মক ছিল ঘানা। গুছিয়ে নিতে একটু সময় নেয় উরুগুয়ে। তাতে প্রথম দিকের খেলা হয় এলোমেলো।

 

একশে সংবাদ/এসএস

 

খেলাধুলা বিভাগের আরো খবর