সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ব্রাজিলকে হারিয়েও নকআউটের টিকেট পেল না ক্যামেরুন

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৫২ এএম, ৩ ডিসেম্বর, ২০২২

আফ্রিকার প্রথম দল হিসেবে ব্রাজিলকে হারানোর ইতিহাস গড়ল ক্যামেরুন। তবে, অন্য ম্যাচের ফল পক্ষে না আসায় শেষটা মধুর হয়েও হলো না। লুসাইল স্টেডিয়ামে শুক্রবার ‘জি’ গ্রুপের শেষ রাউন্ডে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে ক্যামেরুন।


গত বছরের কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হারের পর যে অপরাজেয় যাত্রার শুরু করেছিল ব্রাজিল, ১৭ ম্যাচ পর এবার থামল। থামিয়ে দল কোচ রিগোবার্ট সংয়ের দল। অবশ্য এই হারের পরও গ্রুপ সেরা হয়েই শেষ ষোলোয় খেলবে ব্রাজিল। দুই ম্যাচে ৬ পয়েন্ট তাদের। সেখানে তাদের প্রতিপক্ষ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দক্ষিণ কোরিয়া।

 

অন্য ম্যাচে সার্বিয়াকে ৩-২ গোলে হারানো সুইজারল্যান্ডের পয়েন্টও ৬। গোলে ব্যবধানে পিছিয়ে রানার্সআপ হয়েছে তারা। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন পর্তুগাল। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে বিদায় নিল ক্যামেরুন। সার্বিয়ার পয়েন্ট ১।

 

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর