সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আল আমিনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২ জানুয়ারি

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১ ডিসেম্বর, ২০২২

 জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাচ্চাসহ বের করে দেওয়ার অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ আগামী ২ জানুয়ারি এ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।

 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় নতুন ওই দিন নির্ধারণ করেন বিচারক। যৌতুকের জন্য মারধর করার অভিযোগ এবং ভরণপোষণ চেয়ে ৭ সেপ্টেম্বর আল আমিনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন তার স্ত্রী ইসরাত জাহান।

 

গত ১ সেপ্টেম্বর আল আমিনের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে ভিন্ন দুটি ধারায় মামলা করেন ইসরাত। তার লিখিত অভিযোগের ভিত্তিতে ২ সেপ্টেম্বর মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা।এই মামলায় জামিনে আছেন আল আমিন।

 

মামলায় দাবি করা হয়েছে, আল আমিনের সঙ্গে বিয়ে হয় ২০১২ সালে। পরে তাদের দুই সন্তান হয়। গত ২৫ আগস্ট আল আমিন স্ত্রী ইসরাতের কাছে ২০ লাখ টাকা যৌতুক চান। টাকা না দেওয়ায় পরে মারধর করেন আল আমিন বলে মামলায় অভিযোগ আনা হয়।

 

একুশে সংবাদ/যু/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর