সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

১০ বছর পর পূর্ণশক্তির দল নিয়েই উইন্ডিজে নিউজিল্যান্ড

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৭ আগস্ট, ২০২২

দশ বছর পর উইন্ডিজের মাটিতে খেলছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সবশেষ ২০১২ সালের জুলাইয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলতে গিয়েছিল কিউইরা। সেই দলের পাঁচজনসহ নিজেদের পূর্ণশক্তির দল নিয়েই এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড।

২০১২ সালের সেই সফরে থাকা মার্টিন গাপটিল, কেইন উইলিয়ামসন, টম লাথাম, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট রয়েছেন এবারের সফরেও। তিন ম্যাচের সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ হওয়ায় দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত নয় ম্যাচের সবকয়টি জিতে পয়েন্টের সেঞ্চুরির অপেক্ষায় উইলিয়ামসনের দল।

বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় নিজেদের সম্ভাব্য সেরা দল নিয়েই সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে কিউইরা। শুধুমাত্র ইনজুরির কারণে খেলতে পারবেন না পেসার ম্যাট হেনরি। তার জায়গায় সুযোগ পেয়েছেন ফর্মে থাকা তরুণ পেসার বেন সিয়ারস।

নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড
কেইন উইলিয়ামসন, ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, টম লাথাম, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বেন সিয়ারস, ইশ সোধি ও টিম সাউদি।
 

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর