সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

অলিম্পিয়াডে জয়ে ফিরল বাংলাদেশ

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ৩ আগস্ট, ২০২২

অলিম্পিয়াডে দাবা জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। আগের রাউন্ডে ব্রাজিলের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ ওপেন বিভাগ। গতকাল মঙ্গলবার আলবেনিয়াকে হারিয়েছে বাংলাদেশ। 

ভারতের তামিলনাড়ুরাজ্যের চেন্নাইয়ের মহাবালিপুরামে চলমান ৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে ৬৫ সিডেড বাংলাদেশ দল ৫৪ সিডেড আলবেনিয়াকে ৩.৫-০৫ গেম পয়েন্টের বড় ব্যবধানে পরাজিত করেছে। 

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় বাংলাদেশ দলের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৩৭৭), গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৪২৪) ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ (রেটিং-২২২৭) যথাক্রমে আলবেনিয়ার আন্তর্জাতিক মাস্টার পেসকো লাম্বি (রেটিং-২৪১৮), আন্তর্জাতিক মাস্টার আশিকু ফ্রাঙ্ক (রেটিং-২৪২২) ও ভেলেসনা জিনোকে (রেটিং-২২৬৩) পরাজিত করেন। 

গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ (রেটিং-২৪১৩) আলবেনিয়ার আন্তর্জাতিক মাস্টার মেহমেতি দ্রিতানের (রেটিং-২৩৭১) সাথে ড্র করেন। ওপেন বিভাগে বাংলাদেশ দল পাঁচ খেলায় সাত পয়েন্ট নিয়ে ৪২তম স্থানে রয়েছে। 

মহিলা দল ৫ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ৫৮তম স্থানে রয়েছে। আজ বুধবার ষষ্ঠ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ ডেনমার্কের বিরুদ্ধে এবং মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা দল ইরানের মহিলা দলের বিরুদ্ধে খেলবে।

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর