সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বন্যায় সিলেট থেকে দ্রত ফিরছেণ আকবর-মৃত্যুঞ্জয়রা

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১৮ জুন, ২০২২

সিলেটে ভয়াবহ বন্যায় বন্ধ সব যোগাযোগ ব্যবস্থা। বন্ধ আছে বিমান ওঠানামা। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ হয়ে গেছে রেল। এমন পরিস্থিতিতে সেখানে ক্যাম্প করা সম্ভব হচ্ছে না বাংলাদেশ হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি)। 

দ্রত ঢাকায় ফিরে আসছেন আকবর আলী, মৃত্যুঞ্জয় চৌধুরীরা। আজ শনিবার সকালে ঢাকার উদ্দেশে রওনা করেছে এইচপি ইউনিট। তড়িঘড়ি করে ঢাকায় ফিরে আপাতত হোটেলে থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠ ও ইনডোরে পালা করে অনুশীলন করবে তারা।

এইচপি ক্যাম্পের এবারের পর্বে অনুশীলনের জন্য সুযোগ পেয়েছেন ২৭ জন তরুণ ক্রিকেটার। যেখানে আধিক্য দেওয়া হয় পেসারদের। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন এই ক্যাম্পে।

এবারের এইচপি ক্যাম্প শুরু হয় ১৫ মে। কক্সবাজারে অনুশীলন পর্ব চলে ১ জুন অবধি। সেখানে হয় ফিটনেস ও বোলিং ক্যাম্প। কক্সবাজারের পর সিলেটে ক্যাম্প চলছিল। এই ক্যাম্প চলার কথা ছিল ৬ জুলাই পর্যন্ত। তবে বন্যায় পণ্ড হয়ে গেল সব। 


একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর