সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

স্কটল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৩৪ পিএম, ৭ মে, ২০২৪

আগামী ১ জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকপের নবম আসর। এই টুর্নামেন্টকে ঘিরে দল গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলো। এরই মধ্যে বিশ্বকাপ দল ঘোষণা করেছে ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দল। এবার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলো স্কটল্যান্ড। 

২০ ওভারের বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ফিরিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে স্কটল্যান্ড। তারা দুজন হলেন-টপ অর্ডার ব্যাটার মাইকেল জোন্স এবং পেসার ব্র্যাড হোয়েল। সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে স্কটিশরা। আসন্ন বিশ্বকাপে দলের অধিনায়কত্বের ভার উঠেছে রিচি ব্যারিংটনের কাঁধে।

এবারের আসরে নিজেদের পূর্বের সাফল্যকে নিশ্চিতভাবে ছাড়িয়ে যেতে চাইবে স্কটিশরা। গত আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে রীতিমত হইচই ফেলে দিয়েছিল সহযোগী দেশটি। এবার তার চেয়েও ভাল কিছু করতে চায় তারা।

টি-২০ বিশ্বকাপে এবার ‘বি’ গ্রুপে আছে স্কটল্যান্ড। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, নামিবিয়া, ওমান ও অস্ট্রেলিয়া।

আগামী ৪ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে স্কটল্যান্ড। যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এরপর যথাক্রমে ৬ জুন নামিবিয়া, ৯ জুন ওমান ও ১৫ জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।

স্কটল্যান্ডের ১৫ সদস্যের বিশ্বকাপ দল: রিচি ব্যারিংটন (অধিনায়ক), ম্যাথিউ ক্রস, ব্রাড কুরি, ক্রিস গ্রেভস, ওলই হ্যারিস, জ্যাক জার্ভিস, মাইকেল জোনস, মাইকেল লাস্ক, ব্রেন্ডন ম্যাকমুলেন, জর্জ মুনসে, সাফিয়ান শরিফ, ক্রিস সোলে, চার্লি টিয়ার, মার্ক ওয়াট ও ব্রাড হোয়েল।

একুশে সংবাদ/এস কে

খেলাধুলা বিভাগের আরো খবর