সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মিরপুর টেস্টে জিততে চায় বাংলাদেশ

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৪০ পিএম, ২২ মে, ২০২২

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ড্র হলেই ঢাকা টেস্টে জিততে মরিয়া স্বাগতিক বাংলাদেশ। আগামীকাল সোমবার সিরিজের দ্বিতীয়ও শেষ টেস্টে মিরপুরে লঙ্কারদের মুখোমুখি হবে মুমিনুলরা। হোম আব ক্রিকেট গ্রাউন্ড মিরপুরের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টটিই জয়ের জন্য সবচেয়ে বড় সুযোগ বলেই মনে করেন টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক। 

টেস্টের আগের দিন রোববার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন,‘ মিরপুরে খেলুন বা দেশের বাইরে খেলুন, সুযোগ তো সবসময়ই থাকে। সুযোগটা কীভাবে দেখছেন এটা হল সবচেয়ে বড় জিনিস। কন্ডিশন বা সব কিছুর কথা চিন্তা করলে এটা একটা ভালো সুযোগ। সর্বোচ্চ সুযোগ না, তবে এটাও একটা সুযোগ। সুযোগ সবসময় থাকে, এটাও আমাদের জন্য আরেকটা সুযোগ সিরিজ জেতার। ’

মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে বেশির ভাগ সময়ই ফল আসে। এই স্টেডিয়ামে সর্বশেষ ড্র হয়েছিল ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওই ম্যাচেও ছিল বৃষ্টির বাধা। শ্রীলঙ্কার বিপক্ষেও তাই ভালো ফলের প্রত্যাশা টাইগার অধিনায়কের।

এ বিষয়ে মুমিনুল বলেন,‘ মিরপুরে ফলাফল ছাড়া ম্যাচ খুব কমই হয়। শেষ কবে ফলাফল আসেনি বলা কঠিন। সবসময় ফলাফল আসে। বোলিং খুব ইম্পরট্যান্ট, সাথে ব্যাটিংও। অবশ্যই আমরা প্ল্যানিং করি, কোন জিনিস নিয়ে কাজ করলে জেতার সম্ভাবনা বেশি থাকবে। ’

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর